নিউজ ডেস্ক : দাবি আদায়ে এবার হাইকোর্টে গেলেন নার্সরা। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃক নার্স নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেছে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি।
নার্সদের ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশনা চেয়ে এ রিট আবেদনটি দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গত ১৮ এপ্রিল এ আবেদনটি করা হয়। আবেদনটির ওপর গত দুই দিন শুনানি করে আগামী ২৫ এপ্রিল হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য রাখা হয়েছে।
গত ২৮ মার্চ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছে নার্সরা। জাতীয় প্রেসক্লাবের সামনে দীর্ঘদিন ধরে তারা টানা অবস্থান ধর্মঘট পালন করছেন।
১০ হাজার ও বর্তমান ৩ হাজার ৭২৮টি শূন্য পদের মোট ১৩ হাজার পদের মধ্যে ৮৯ শতাংশ ডিপ্লোমা ও ১১ শতাংশ পদে বেসিক বিএসসি-ইন নার্সিং ডিগ্রিধারী রেজিস্ট্রার্ড নার্সদের মধ্যে থেকে নিয়োগের দাবি জানাচ্ছেন আন্দোলনরত নার্সরা।
কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসাইন, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস