বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৯:২৬:০৬

‘বিচি কলা লাগিয়ে শবরি কলা আশা করা যায় না’

‘বিচি কলা লাগিয়ে শবরি কলা আশা করা যায় না’

ঢাকা : জিয়ার ধারাবাহিকতায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াও এখন হত্যার রাজনীতি শুরু করেছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে মেজর জিয়া ক্ষমতায় এসেছেন। ক্ষমতা টিকিয়ে রাখতে অনেক মুক্তিযোদ্ধা অফিসারকে হত্যা করেছেন তিনি।

২০ এপ্রিল বুধবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০০৪ সালে শ্রমিকরা যখন তাদের দাবি নিয়ে আন্দোলন করে তখন তাদের গুলি চালিয়ে হত্যা করেছেন।  শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, বিচিকলা লাগিয়ে যেমন শবরি কলা আশা করা যায় না, তেমনি ষড়যন্ত্রকারীদের কাছ থেকে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই আশা করা যায় না। মিথ্যার ওপর ভিত্তি করে যারা রাজনীতি করেন তাদের কাছ থেকে মিথ্যা ছাড়া আর কিছু আশা করা যায় না।

শাজাহান খান বলেন, আল্লাহকে যারা বিশ্বাস করে না, তারাই মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে।  যে মাদ্রাসার ছাত্ররা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা মুসলমান হতে পারে না।

সাংবাদিকদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা।  এটা একটি জাতির প্রাণ।  দেশ ও বিদেশের খবর জাতি সাংবাদিকদের মাধ্যমে আসে। তাই সাংবাদিকদের নিরপেক্ষ হতে হবে।  তাই বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সামনে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে ডিইউজে’র নবনির্বাচিত সভাপতি শাবান মাহমুদকে সংবর্ধনা দেয়া হয়।

ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল আলম পিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অ্যাডভোকেট সানজিদা খানম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে