বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৯:৩৮:৪৮

স্বামীর ‘হত্যাকারী’কে বাঁচাতে চাইছেন স্ত্রী!কি তার রহস্য?

স্বামীর ‘হত্যাকারী’কে বাঁচাতে চাইছেন স্ত্রী!কি তার রহস্য?

নিউজ ডেস্ক : আলোচিত সুজন হত্যা মামলার বাদী স্ত্রী মমতাজ সুলতানা লুসির আচরণে হতবাক অনেকেই। তিনি তার স্বামীর হত্যাকারীকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন বলে ধারণা করছেন অনেকেই।

পুলিশ হেফাজতে ঝুট ব্যবসায়ী সুজন হত্যা মামলার প্রধান আসামি তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদকে কখনো চেনেন না বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন লুসি। এতে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

এদিকে সুজন হত্যাকাণ্ডের পর লুসি জানিয়েছিলেন, এসআই জাহিদুর রহমানই তার স্বামীকে হত্যা করেছে।
 
বুধবার মামলার বাদী লুসিকে জেরা করা হলে তিনি জানিয়েছেন, ‘আমি জাহিদকে চিনি না, আমার স্বামীর মৃত্যুর আগে বা পরে কখনো আমি তাকে দেখিনি।’
 
শুধু তাই নয় এক প্রশ্নের জবাবে স্বামীর মৃত্যুর ব্যাপারে বাদী লুসি বলেন, ‘আমার স্বামী কীভাবে বা কি কারণে মারা গেছে তা আমি জানি না।’
 
লুসির বিপদের সময় যে মহিলা আইনজীবী সমিতি তার পাশে এসে দাঁড়িয়েছিল, সেই সমিতির লোকজনের উপর আঙুল তুলে তিনি বলেন, ‘এই মহিলা আইনজীবী সমিতির লোকেরা আমাকে জোর করে সাক্ষ্য দিতে বাধ্য করেছে।’
 
এ দিনের সাক্ষ্যগ্রহণ শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা আগামী ৪ মে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ জুলাই রাতে মিরপুর থানা হেফাজতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন নিহত হওয়ার ঘটনায় ২০ জুলাই আদালতে নিহতের স্ত্রী মমতাজ সুলতানা লুসি হত্যা মামলা দায়ের করেন। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৫(১)(২)(৩)(৪) ধারায় মালাটি দায়ের করা হয়।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে