নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন, এমন ঘোষণা দেয়ার পর সম্ভাব্য এই প্রার্থীর মৎস খামারের প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষের লোকজন। এমন অভিযোগ প্রার্থীতা ঘোষণাকারী নুরুল আমিনের।
নুরুল আমিন নোয়াখালি জেলার সদর উপজেলার দাদপুর ইউনিয়নে আসন্ন নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন। এর জেরে মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটিয়েছে বলে তার অভিযোগ।
নুরুল আমিন জানিয়েছেন, ‘দাদপুর ইউনিয়নের কাশিপুরে সাধারণ সদস্য পদে তার প্রার্থিতার ঘোষণা দেয়ায় প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে।’
তিনি জানান, বিকেলে খামারের একপাশে পলিথিনের মধ্যে মাছ নিধনে ব্যবহৃত কিছু বিষ জাতীয় রাসায়নিক কেমিক্যাল তারা পেয়েছেন। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় এ বিষ পুকুরে দেয়া হয়েছিল।
তিনি জানান, গত কয়েকদিন আগে স্থানীয় লোকজন বৈঠক করে তাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলে এতে সম্মতি দেন তিনি। এরপর থেকে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন