নিউজ ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৩০টি ইউনিটের কমিটি ঘোষণা করা হতে পারে চলতি এ্রপ্রিল অথবা আগামী মে মাসে। দলটির বিভিন্ন সূত্র থেকে এমনই আভাসা দেয়া হয়েছে।
সূত্র বলছে, বিভাগীয় শহর এবং মহানগর (ঢাকা ব্যতীত) ও এর আওতাধীন জেলা শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোতে এসব কমিটি ঘোষণা করা হবে।
এগুলোর মধ্যে প্রথম ধাপে ঘোষিত হবে সাতটি ইউনিটের কমিটি। দুই-একটি বাদে বাকি ইউনিটগুলোতে আংশিক (পূর্ণাঙ্গ) কমিটি হবে।
এ ছাড়া পর্যায়ক্রমে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ জেলা কমিটিগুলোও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র বলছে, বিএনপির স্থায়ী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার প্রক্রিয়া চলমান থাকায় ছাত্রদলের এসব কমিটি ঘোষণা বিলম্বিত হতে পারে।
গত ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলের চেয়ারপারসন ও ছাত্রদলের সাংগঠনিক নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘দ্রুততম সময়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অন্য অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি ঘোষণা করা হবে। ইতোমধ্যে ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছে। জেলাসহ মেয়াদোত্তীর্ণ অন্য ইউনিটের কমিটি গঠনের কাজও শুরু হয়েছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে এসব কমিটি ঘোষিত হবে।’
খালেদা জিয়ার এই নির্দেশনা অনুযায়ী কমিটি গঠনে ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব বিএনপির স্থানীয় নেতাদের পরামর্শ গ্রহণ করছেন বলে জানা গেছে।
ছাত্রদলের যেসব ইউনিটের কমিটি ঘোষিত হতে যাচ্ছে এরমধ্যে, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; খুলনা মহানগর ও জেলা; রাজশাহী মহানগর ও জেলা; রংপুর মহানগর ও জেলা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়; ময়মনসিংহ মহানগর ও জেলা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; গাজীপুর মহানগর ও জেলা এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট); কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়; নারায়ণগঞ্জ মহানগর ও জেলা; বরিশাল মহানগর ও জেলা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়; নেত্রকোনা জেলা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান জানিয়েছেন, ‘দ্রুততম সময়ের মধ্যে ছাত্রদলের ত্রিশটির মতো (ঢাকার বাইরে) ইউনিটের কমিটি ঘোষণা করা হবে। চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসে পর্যায়ক্রমে এসব কমিটি ঘোষিত হতে পারে।
প্রথম ধাপে গাজীপুর মহানগর ও জেলা, নারায়ণগঞ্জ মহানগর ও জেলা, ময়মনসিংহ মহানগর ও জেলা এবং নেত্রকোনা জেলা-এই সাত ইউনিটের কমিটি ঘোষিত হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন (প্রথম) কমিটি ঘোষিত হতে যাচ্ছে। সংগঠনকে দাঁড় করাতে সেখানে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে। এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কিংবা আহ্বায়ক যেকোনো ফরমেটেই কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ইউনিটগুলোতে আংশিক (পূর্ণাঙ্গ) কমিটি হবে।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন