বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ১১:১৪:২৭

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ১৮ জন আটক

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ১৮ জন আটক

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ৪০টি মোবাইল, ছয়টি ল্যাপটপ, একটি ট্যাব ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত। এ ব্যাপারে বিস্তারিত জানাতে বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে