নিউজ ডেস্ক : মার্কিন ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ফেরত পেতে আইনী সহায়তা দেয়ার কথা জানিয়েছে ফিলিপাইন সরকার। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইনের যোগাযোগ সচিব হারমিনিও কোলোমা বিবৃতিতে জানান, সরকার সমস্ত ধরনের আইনী সহায়তা প্রদান করার লক্ষ্যে ফিলিপাইনের ব্যাংকিং লেনদেন পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি জানান, এন্টি মানি লন্ডারিং কাউন্সিল পর্যালোচনা করে দেখছে, কোথাও কোনোভাবে এন্টি-মানি লন্ডারিং আইন ভঙ্গ হয়েছে কিনা।
এর আগে সোমবার বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগের রিপোর্টে জানানো হয়েছিল, ২০ জন বিদেশি নাগরিকের সংশ্লিষ্টতার খবর পাওয়া গেছে অর্থ চুরির ঘটনায়।
চলমান তদন্তে অবশ্য ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করা বিদেশী নাগরিকদেরনাম প্রকাশ করা হয়নি।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস