বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ১১:৫৯:২৪

১৭৮ পদের জন্য চাকরিপ্রত্যাশী ৪০ হাজার, কাল পরীক্ষা

১৭৮ পদের জন্য চাকরিপ্রত্যাশী ৪০ হাজার, কাল পরীক্ষা

ফসিহ উদ্দীন মাহতাব : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের স্টেশন অফিসার ও স্টাফ অফিসারের ১৭৮টি পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ৪০ হাজার চাকরিপ্রত্যাশী। শুক্রবার রাজধানীর ১৯টি কেন্দ্রে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

১৭৮টি পদের মধ্যে স্টেশন অফিসার পদে ১৪১ জন এবং স্টাফ অফিসার পদে ৩৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে সংস্থাটি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আনিস মাহমুদ জানান, লিখিত পরীক্ষায় কেউ যাতে অসদুপায় অবলম্বন করতে না পারেন এজন্য পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহায়তা নেওয়া হচ্ছে।

তিনি জানান, তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি মোবাইল টিম লিখিত পরীক্ষাকালীন বিভিন্ন কেন্দ্রে কাজ করবে। এছাড়া ফায়ার সার্ভিসের নিজস্ব টিমও কেন্দ্রগুলোয় তৎপর থাকবে।

জানা গেছে, স্টেশন অফিসারের ১৪১টি পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। তবে স্টাফ অফিসারের ৩৭টি পদে পুরুষের পাশাপাশি নারী প্রার্থীদেরও নিয়োগ দেওয়া হবে।

স্টেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতার অধিকারীদের। কিন্তু ৪০ হাজার আবেদনপত্রের মধ্যে কয়েক হাজার প্রার্থী আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পাশ। -সমকাল
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে