বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৫:০৯:০৪

৩শ’ কোটি টাকার বাড়ি ১শ’ টাকায়, পেছালো শুনানি

৩শ’ কোটি টাকার বাড়ি ১শ’ টাকায়, পেছালো শুনানি

ঢাকা : বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে প্রায় তিনশ’ কোটি টাকা মূল্যের বাড়ি আত্মসাতের দুর্নীতির মামলায় পিছিয়েছে চার্জ গঠনের শুনানি।  শুনানি আগামী ৬ জুন ধার্য করেছেন আদালত।

২১ এপ্রিল বৃহ্স্পতিবার মওদুদ আহমদের আইনজীবী এমএম মহসিন চার্জ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।  শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

শারীরিক অসুস্থতার জন্য মওদুদ আহমদ আদালতে অনুপস্থিতি ছিলেন বলে তার আইনজীবী এমএম মহসিন বলেন।  

২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় দায়ের করা এ মামলায় ২০১৪ সালের ২৫ মে আদালতে মওদুদ আহমেদ ও মনজুর আহমদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

মামলায় অভিযোগ করা হয়, ১৯৬০ সালের ২৪ আগস্ট গুলশান আবাসিক এলাকায় অবস্থিত এক বিঘা ১৩ কাঠা আয়তনের (হোল্ডিং নং ১৫৯) প্লটটি পাকিস্তানি নাগরিক মো. এহসানকে হস্তান্তর করে তৎকালীন ডিআইটি (বর্তমানে রাজউক)।

পরে তার স্ত্রী ইনজে মারিয়া ফ্ল্যাজের নামে রেজিস্ট্রি হয়।  ফ্ল্যাজও যুদ্ধের পরপর দেশ ত্যাগ করায় সম্পত্তিটি পরিত্যক্ত হিসেবে বিবেচিত হয়।  মওদুদ আহমদ ওই সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে নিজেকে ফ্ল্যাটের আমমোক্তার দেখিয়ে দখলে নেন এবং নিজেকে ভাড়াটিয়া হিসেবে উপস্থাপন করেন।

১৯৭৯ সালে জিয়াউর রহমান সরকারের মন্ত্রী হওয়ার পর সম্পত্তিটি পরিত্যক্ত তালিকা থেকে বাদ দিয়ে ফের ফ্ল্যাজের নামে ১০০ টাকা মূল্যে রেজিস্ট্রি দেখান।

১৯৮৫ সালে ৩০ মে ফ্ল্যাজ মারা গেলে মহসিন নামে এক ব্যক্তিকে ফ্ল্যাজের আমমোক্তার দেখিয়ে মওদুদ আহমেদ তার ভাই মনজুর আহমেদের নামে বিক্রয় চুক্তি তৈরি করেন।
২১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে