বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬, ০৬:৪৩:৫২

একসঙ্গে জন্ম নেয়া সেই ৫ সন্তানের একটি মারা গেছে, আশঙ্কাজনক আরও একজন

একসঙ্গে জন্ম নেয়া সেই ৫ সন্তানের একটি মারা গেছে, আশঙ্কাজনক আরও একজন

নিউজ ডেস্ক : বিয়ের ১২ বছর পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ এপ্রিল একসঙ্গে ৫ সন্তান জন্ম দেন গৃহবধূ আরজিনা বেগম। এরমধ্যে জন্ম নেয়া ৫ সন্তানের মধ্যে পঞ্চম সন্তানটি মারা গেছে বলে খবর পাওয়া গেছে। সেই সাথে চতুর্থ সন্তানটিও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সিরাজুম মুনিরা ডেইজী নবজাতকের মৃত্যুর বিষয়টি দুপুর ১২টার দিকে নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে আরজিনা বেগম ওই মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি ছেলে ও দুটি মেয়ে সন্তান প্রসব করেন। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের শেরেকুল ইসলামের স্ত্রী।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আরজিনা যখন হাসপাতালে ভর্তি হন তখন তার শারীরিক অবস্থা অস্বাভাবিক ছিল। তাকে পরীক্ষা নিরীক্ষা করে রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। অস্ত্রোপাচারে তিনি পাঁচটি শিশুর জন্ম দেন। তখন থেকেই ওই সন্তানের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে