ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে ফের পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
শফিক রেহমানকে প্রথম দফায় পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করে।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ড মঞ্জুরের আগে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল আহমেদ বলেন, শফিক রেহমানের বাসা থেকে এফবিআইয়ের নথি উদ্ধারের কথা জানিয়ে রিমান্ড আবেদনে বলা হয়েছে, উনি জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করছিলেন। এ ষড়যন্ত্রের সাথে কোন কোন বিএনপি নেতা জড়িত তা জানতে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
জয়কে অপহরণের চক্রান্তে জড়িত থাকার মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কারাবন্দী মাহমুদুর রহমানকে গত ১৮ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
একইসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
২২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম