শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ০৩:০৬:৪৬

এবার রাজধানীতে অধ্যক্ষকে কোপাল এক যুবক

 এবার রাজধানীতে অধ্যক্ষকে কোপাল এক যুবক

ঢাকা : রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যাকাণ্ডের পর এবার রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেকে প্রণব সাহা (৩২) নামে এক অধ্যক্ষকে কুপিয়ে জখম করেছেন রানা (২২) নামে স্থানীয় এক যুবক।

ওই শিক্ষক সেখানকার ৬ নম্বর রোডের প্রতিভা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ।  আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, প্রতিভা আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় রানা তার বন্ধুদের সঙ্গে নিয়ে ক্রিকেট খেলতেন।  কিন্তু সকালে ওই স্থানে তাদের খেলতে নিষেধ করেন অধ্যক্ষ প্রণব সাহা।

এ সময় রানা ক্ষিপ্ত হয়ে প্রণব সাহাকে কুপিয়ে জখম করেন।  স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, প্রণব সাহার হাতের কব্জি এবং মুখে কুপিয়ে জখম করেছে ওই যুবক। তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।  ঘাতক রানাকে  গ্রেফতারে মাঠে রয়েছে পুলিশ।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে