শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ০৩:১৫:৫১

কৌশলেও ধরা, শ্যাম্পুর বোতলে মিলল ২২ লাখ টাকার স্বর্ণ

কৌশলেও ধরা, শ্যাম্পুর বোতলে মিলল ২২ লাখ টাকার স্বর্ণ

ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্যাম্পুর ভেতরে মিলল ২২ লাখ টাকা মূল্যের স্বর্ণ।  এ ঘটনায় মালয়েশিয়া থেকে আসা শেখ রনি আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।   

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান।
 
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দো এয়ারলাইনসের যাত্রী রনি আহমেদকে তল্লাশি করা হয়। তার কাছে থাকা প্যানটিন ব্র্যান্ডের ৪০০ মিলিলিটারের দুটি শ্যাম্পুর বোতল তল্লাশি করা হয়।  

মঈনুল খান জানান, শ্যাম্পুর বোতলের ভেতরে প্রায় আধা কেজি স্বর্ণ রাখা ছিল।  কৌশলে স্বর্ণের বার গলিয়ে লম্বা দুটি কাঠি তৈরি করে বোতল দুটির ভেতর ঢোকানো হয়।  উদ্ধার হওয়া সোনার ওজন ৪৬২ গ্রাম। এর মূল্য প্রায় ২২ লাখ টাকা।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে