বুধবার, ০৪ মে, ২০১৬, ০৭:৫৩:০১

১২ কোটি টাকার একটি বিলাসবহুল গাড়ি আটক

১২ কোটি টাকার একটি বিলাসবহুল গাড়ি আটক

ঢাকা : ধরা খেল ১২ কোটি টাকার বিলাসবহুল একটি গাড়ি।  রাজধানীর বনানী এলাকা থেকে প্রায় ১২ কোটি টাকা মূল্যের গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দারা।

আজ বুধবার দুপুরে বনানীর জি-ব্লকের ৭ নম্বর সড়কের ভার্সাটাইল অটোমোবাইল নামের একটি প্রতিষ্ঠান থেকে ‘ওডি আর ৮’ মডেলের রেসিং কারটি জব্দ করা হয়।  শুল্কসহ গাড়িটির মূল্য প্রায় ১২ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, ২০১৩ সালে মংলা বন্দর দিয়ে গাড়িটি ছাড় হয়েছে ‘ওডি টিটি’ ২৫০০ সিসি হিসেবে। যুক্তরাজ্য থেকে গাড়িটি আমদানি করে ঢাকার তুরাগের অটো ওয়ান নামের একটি প্রতিষ্ঠান।

২০১৩ সালের ২৭ এপ্রিল মংলা বন্দরের বিল অব এন্ট্রি ৩৪২৭-এর মাধ্যমে গাড়িটির মূল্য ২৬ লাখ টাকা দেখানো হয়।  এর ওপর ৪৫১% শুল্ক দেয়া হয়।

যাচাই করে জানা গেছে, গাড়িটি ‘ওডি আর ৮’ মডেলের, এটি ৫২০০ সিসির।  এর মূল্য শুল্ক ছাড়া বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা। সব ধরনের শুল্ক যোগ করলে গাড়িটির মূল্য দাঁড়ায় প্রায় ১২ কোটি টাকা।

তিন বছর পেরিয়ে গেলেও গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়নি।  এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান মইনুল খান।
৪এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে