বুধবার, ০৪ মে, ২০১৬, ০৯:৫০:৪০

দেশে প্রকাশিত দৈনিক পত্রিকা কতটি, জানেন?

দেশে প্রকাশিত দৈনিক পত্রিকা কতটি, জানেন?

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন,  দেশে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ৪৩০টি।  সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’।

তথ্যমন্ত্রী জানান, সাপ্তাহিক পত্রিকার সংখ্যা ৯৩টি। সর্বাধিক প্রচারিত ‘সাপ্তাহিক চিত্রবাংলা’।  পাক্ষিক পত্রিকা ২০টি।  সর্বাধিক প্রচারিত ‘পাক্ষিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস’।

তিনি জানান, প্রকাশিক মাসিক পত্রিকার সংখ্যা ২৩টি।  সর্বাধিক প্রচারিত ‘মাসিক মদিনা’।  

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদ অধিবেশন শুরু হয়।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে