বুধবার, ০৪ মে, ২০১৬, ১০:১০:০১

সরকারি স্কুলে বিয়ে-বৌভাত!

সরকারি স্কুলে বিয়ে-বৌভাত!

ঢাকা : ছুটির দিনগুলোতে রাজধানীর বিভিন্ন সরকারি স্কুলে ভাড়ায় বিয়ে-বৌভাতের আয়োজন করার অভিযোগ উঠেছে।  গায়ে হলুদ ও খতনার অনুষ্ঠানসহ নানা সামাজিক অনুষ্ঠানও চলে সরকারি স্কুলে।

স্কুলের প্রধান শিক্ষকদের অভিযোগ, এসব অনুষ্ঠানের ভাড়ার টাকা স্কুলের তহবিলে জমা হয় না।  লাভবান হচ্ছে স্কুল কমিটির এক শ্রেণীর সদস্য।

অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক কার্যক্রমের আয়োজন হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হবে।  এসব কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।  শিক্ষামন্ত্রী এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছেন বলে জানান তারা।  

রাজধানীর লালবাগ চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিলা খাতুন লালবাগ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে ছুটির দিনে ধুমধামে চলে নানা সামাজিক অনুষ্ঠান।

জানা গেছে, শিক্ষকদের না জানিয়ে স্কুল কমিটির সদস্যরাই এসব কার্যক্রম পরিচালনা করে থাকেন। বিনিময় তারা নিয়ে থাকেন মোটা অংকের টাকা।

শিক্ষাবিদদের অভিমত, স্কুলে সামাজিক অনুষ্ঠানের পরিবর্তে শিক্ষা বিস্তারে নানা অনুষ্ঠান পরিচালনা করা দরকার, যাতে ছেলেমেয়েদের শিক্ষার বিকাশ ঘটে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যমকে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক অনুষ্ঠানের বিষয়টি অবগত নন তিনি।  এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে