শনিবার, ১৪ মে, ২০১৬, ০৮:৪৭:৪৬

টিএসসির টয়লেটে প্রেমিক-প্রেমিকা আটক, থানায় বিয়ে!

টিএসসির টয়লেটে প্রেমিক-প্রেমিকা আটক, থানায় বিয়ে!

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টয়লেটে ধরা খেলেন দুই তরুণ-তরুণী। বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ তাদের আটক করে পুলিশে দিয়েছে।  পরে শনিবার বিকেলেই থানায় তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

আটককৃত দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র শিহাবুল ইসলাম শাওন ও ময়মনসিংহ মেডিকেল কলেজের এক ছাত্রী।  তাদের উভয়ের মধ্যে প্রেম চলে আসছিল।

জানা গেছে, টিএসসির একটি টয়লেটে কিছু সময়ের ব্যবধানে এক তরুণ ও এক তরুণী প্রবেশ করেন। দীর্ঘ সময় সেখানে তারা অবস্থান করলেও বের হচ্ছিলেন না।

এতে প্রত্যক্ষদর্শী অনেকের সন্দেহ হলে কর্তৃপক্ষকে জানান তারা।  পরে তাদের অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করা হয়।  পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।  বিকেলে উভয়ের পরিবারের সদস্যদের উপস্থিতিতে থানায় বিয়ে সম্পন্ন হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ গণমাধ্যমকে বলেন, টয়লেটে তাদের আটক করে পুলিশে দেয়া হয়।  পরে থানায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।  এ কথা আমি জানতে পেরেছি।
১৪ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে