নিউজ ডেস্ক : আমি ওই শিক্ষকের লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এর জন্য আমি লজ্জিত। কিন্তু আমি তার কাছে ক্ষমা চাইবো না, এমটাই বলেছেন নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত এমপি সেলিম ওসমান।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে তৃতীয় তলায় কনভেনশন হলে সংবাদ সম্মেলনে এ ঘটনায় তার অবস্থান ব্যাখা করে ওই কথা বলেন।
সেলিম ওসমান বলেন, ‘আমি কোনো শিক্ষকের বিচার করি নাই। আমি একজন ইসলামের কটূক্তিকারীর বিচার করেছি।’
উল্লেখ্য, গত ১৩ মে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দির পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গণপিটুনি দেয়ার পর কান ধরে উঠবস করানো হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের কথা বলা হলেও স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে এবং নির্দেশে এ শিক্ষককে হেনস্তা করা হয়।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন