বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৩:০০:৩৮

৬২ হাজার টাকা নিয়ে ৩কিশোরী পালিয়েছিল নিজ বাসা থেকে, এরপর যা ঘটল

৬২ হাজার টাকা নিয়ে ৩কিশোরী পালিয়েছিল নিজ বাসা থেকে, এরপর যা ঘটল

নিউজ ডেস্ক : চট্টগ্রাম থেকে নিখোঁজের তিনদিন পর বান্দবান থেকে তিন কিশোরীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে তাদেরকে স্থানীয় বখাটেদের কবল থেকে উদ্ধার করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান জানায়েছেন, গত ১৬ মে তিন কিশোরী চট্টগ্রামে তাদের নিজ বাসা থেকে মোট ৬২ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে, মেয়েদের কোনো খবর না পেয়ে তাদের বাবা-মা ওই দিনই সিএমপির ইপিজেড থানায় জিডি করেন। পরে পুলিশ বান্দরবানের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে স্থানীয় বখাটের কবল থেকে তাদের উদ্ধার করে।

তিনি আরেও জানান, তিন কিশোরী দুইদিন কক্সবাজারে বেড়িয়ে বান্দরবানে বেড়াতে আসে। এরা তিনজন বান্ধবী এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এদিকে, বুধবার রাতেই ওই কিশোরীদের তাদের অভিবাবকদের কাছে তুলে দেয় বান্দরবান জেলা পুলিশ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বান্দরবান পুলিশ সুপার মিজানুর রহমান নিজের মতামত ব্যক্ত করে লিখেছেন, ‘তিনটি কিশোরী মেয়েকে উদ্ধার করে তনুর পরিণতি ঠেকালো বান্দরবান পুলিশ। এদের মতো কেউ যেন বিপদ ডেকে নিয়ে না আনে।  প্রতিটি বাবা-মায়েদের তাদের শিশু/কিশোর সন্তানদের সবসময় আদর, শাসন ও পর্যবেক্ষণ করা উচিত।’
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে