বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৩:১১:২৭

শাশুড়িকে খুন করে পালালো পুত্রবধূ

শাশুড়িকে খুন করে পালালো পুত্রবধূ

নিউজ ডেস্ক : সাভারে বৃদ্ধ শাশুড়িকে খুন করে পালিয়েছে পুত্রবধূ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহত সুফিয়া বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে সাভারের ১ নম্বর কলমা এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মৃতের ছেলের বউ দেলোয়ারা বেগম কুপিয়ে তার শাশুড়িকে খুন করে পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহতের স্বজনদের দাবি, বাড়িতে কেউ ছিল না, এ সুযোগে দেলোয়ারা বেগম শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে তাকে খুন করে পালিয়ে যান।

স্বজনরা আরও দাবি করেন, অনেকদিন ধরেই জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিবাদ চলছিল। এর জেরেই খুন করেছেন দেলোয়ারা বেগম। অভিযুক্ত দেলোয়ারা একই উপজেলার শ্যামাইদা গ্রামের জালাল হোসেনের মেয়ে।

এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে নিহত সুফিয়া বেগমের ছেলে ও ঘাতকের স্বামী আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে। তারা বলেছেন, মামলার প্রক্রিয়া চলছে।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে