বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ১১:০৫:০১

ওদের ধরিয়ে দিলে পুরস্কার ১৮ লাখ

ওদের ধরিয়ে দিলে পুরস্কার ১৮ লাখ

নিউজস ডেস্ক : ব্লগার, লেখক ও প্রকাশক হত্যাকারীদের মধ্যে ৬ জনকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

একইসঙ্গে ডিএমপির ওয়েবসাইটে খুনিদের ছবিও প্রকাশ করা হয়েছে।  এর মধ্যে দু’জনকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকার পুরস্কার ঘোষণা হয়।  

এ দুজন হলেন শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১ এবং সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২।  

বাকি ৪ জনকে ধরিয়ে দিতে ২ লাখ টাকা করে ৮ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।  তারা হলেন সিফাত ওরফে সামির ওরফে ইমরান, আ. সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সালমান ওরফে সাদ, শিহাব ওরফে সুমন ওরফে সাইফুল ও সাজ্জাদ ওরফে সজিব ওরফে সিয়াম ওরফে শামস।

বৃহস্পতিবার ডিএমপির ওয়েবসাইটে ‘জননিরাপত্তার স্বার্থে এদের ধরিয়ে দিন’ শিরোনামে এ পুরস্কারের ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়, বিগত কয়েক বছরে ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে আসছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

ওই ছয় 'জঙ্গির' ছবিসহ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক নাম-ঠিকানা পরিচয়সহ তাদের ধরিয়ে দেয়ার জন্য তথ্যদাতাকে পুরস্কার দেয়া হবে।  এজন্য সর্বসাধারণের সহযোগিতাও কামনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে তথ্য দেয়ার জন্য ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬ এবং ০২-৯৩৬২৬৪০ নম্বরে যোগাযোগ করা যাবে।  এছাড়া [email protected] ঠিকানায় ইমেইলও পাঠানো যাবে।

তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে