শুক্রবার, ২০ মে, ২০১৬, ১২:১৫:৪৫

এবার চিকিৎসকে কুপিয়ে খুন, ইবির শিক্ষকসহ আহত দুই

এবার চিকিৎসকে কুপিয়ে খুন, ইবির শিক্ষকসহ আহত দুই

নিউজ ডেস্ক : এবার ছানাউল্লাহ নামে এক হোমিওপ্যাথ চিকিৎসককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। সেই সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার ভাইকেও কুপিয়ে জখম করে তারা। তারা দু'জনসহ ওই চিকিৎসক একই সাথে একটি মোটর বাইকে করে যাচ্ছিলেন।

আজ শুক্রবার (২০ মে) সকালে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের শিশিরমাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  

জানা যায় তারা কুষ্টিয়া শহরতলীর বটতৈল থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চিকিৎসকের মৃত্যু হয়।

এসময় গুরুতর জখম হন ওই চিকিৎসকের ভাই আনিসুর রহমান ও শিক্ষক সাইফুজ্জামান। শিক্ষক সাইফুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছানাউল্লাহ কুষ্টিয়া শহরের পুর্ব মজমপুর এলাকার মৃত মীর বজলুর রহমানের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে