নিউজ ডেস্ক : কুষ্টিয়াতে আজ (শুক্রবার, ২০ মে) সকালে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করে চিকিৎসক ছানাউল্লাহ। তার মৃত্যুতে শোকে বিহ্বল কুষ্টিয়া। এমন একজন মানুষ খুন হবে! এটা কেউই মেনে নিতে পারছেন না।
দীর্ঘ ১৩ বছর ধরে বিনামূল্যে সমাজের অসচ্ছল মানুষগুলোকে চিকৎসা সেবা দিয়ে আসছিলেন এই ছানাউল্লাহ। আর এমন একজন সেবাপরায়ণ মানুষকেই কিনা খুন করল দুর্বৃত্তরা! এমনটা ভাবতেই কষ্টে কাতর হয়ে উঠেন স্থানীয় মানুষ।
সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরতলির বটতৈল থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামান, হোমিওপ্যাথ চিকিৎসক ছানাউল্লাহ (৫৭) ও তার ভাই আনিসুর রহমান।
পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চিকিৎসকের মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গুরুতর জখম হন ওই চিকিৎসকের ভাই আনিসুর রহমান ও শিক্ষক সাইফুজ্জামান। এদের মধ্যে সাইফুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২০ মে) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের শিশির মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছানাউল্লাহ কুষ্টিয়া শহরের পুর্ব মজমপুর এলাকার মৃত মীর বজলুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, দীর্ঘ ১৩ বছর ধরে বিনামূল্যে বটতৈল ইউনিয়নের শিশির মাঠ এলাকায় প্রতি শুক্রবার বিনামূল্যে হোমিও চিকিৎসা করে আসছেন।
কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ইবি শিক্ষক সাইফুজ্জামানের জন্য চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
সদর মডেল থানার ওসি শাহবুদ্দিন চৌধুরী জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বটতৈল ইউনিয়নের শিশিরপাড়া মাঠ এলাকায় হামলার শিকার হন হোমিওপ্যাথ চিকিৎসক মীর সানাউর রহমান ও তার বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান।
এদিকে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইবির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। এ সময় তিনি বলেন, সাইফুজ্জামানের জন্য ইবি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুর রহমান জানান, সানাউর ও সাইফুজ্জামানের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। সানাউর বাউল মতের অনুসারী ছিলেন। তার সঙ্গে সাইফুজ্জামানও প্রায়ই বাউল গানের বিভিন্ন অনুষ্ঠানে যেতেন।
এদিকে গত দুই বছরে পীর, ফকির ও বাউলসহ সুফিবাদী ধারার বেশ কয়েকজন মানুষকে হত্যার মতো কুষ্টিয়ার এ ঘটনাতেও জঙ্গিবাদীদের হাত আছে কি না- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন