শনিবার, ২১ মে, ২০১৬, ১১:৫৮:৪৬

ঘূর্ণিঝড়ের প্রভাবে শাহ আমনত বিমানবন্দরে বিমান ‍উঠানামা বন্ধ

ঘূর্ণিঝড়ের প্রভাবে শাহ আমনত বিমানবন্দরে বিমান ‍উঠানামা বন্ধ

নিউজ ডেস্ক : প্রলয়ঙ্করী ঝড় ‘রোয়ানু’র প্রভাব পড়েছে বাংলাদেশে। শ্রীলঙ্কা থেকে শুরু করে ভারত ঘুরে এখন বাংলাদেশের উপকূলীয় সীমানার দিকে এগুচ্ছে ‘রোয়ানু’। বর্তমানে এই ঝড়ে প্রভাবে দেশের প্রতিটি অঞ্চলেই বিরূপ আবহাওয়া পরীলক্ষিত।

এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমাণ্ডার রিয়াজুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’ ঘূর্ণিঝড়ের কারণে বিমানবন্দরের ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের মালামাল খালাস বন্ধ করে দেওয়া হয় শুক্রবারই। শনিবার সকালের মধ্যে ১৬টি জাহাজ জেটি থেকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে, মংলা থেকে ১৬৫ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় রোয়ানু দুপুরের দিকে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ঝড়ের প্রভাবে আগের দিন থেকেই চট্টগ্রামসহ উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি চলছে। শুক্রবার সকালে শুরু হয়েছে দমকা বাতাস।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে