নিউজ ডেস্ক : ঘণ্টায় ৬২ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাংলাদেশ উপকূলের কাছাকাছি পৌঁছে গেছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রোয়ানু। ইতোমধ্যে বরগুনা ও পটুয়াখালীর পর চট্টগ্রাম উপকূলে আঘাত হেনেছে রোয়ানু। এর ফলে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। আবহাওয়ার বিশেষ বুলেটিন এবং আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে এক নজরের জেনে নিন ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর।
# অবস্থান: শনিবার সকাল ৯ টায় চট্টগ্রাম বন্দর থেকে ১৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৬৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড়।
# শক্তি: ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
# সম্ভাব্য সময়: চট্টগ্রামের কাছ দিয়ে দুপুরের পর বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় রোয়ানু।
# সংকেত: চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
# ক্ষয়ক্ষতি:
>> ঝড়ে গাছ ভেঙে ও ঘর বিধ্বস্ত হয়ে পাঁচজনের মৃত্যুর খবর এসেছে। এর মধ্যে ভোলায় ২, চট্টগ্রামে ২ এবং পটুয়াখালীতে ১ জনের মৃত্যু হয়েছে।
>> পটুয়াখালীতে রাঙ্গাবালীতে বাঁধ ভেঙে তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ভোলায় বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর। সড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগও বিঘ্নিত হচ্ছে।
# সতর্কতা:
>> ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সেই সঙ্গে চলছে বৃষ্টি।
>> উপকূলীয় জেলাগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
>> অতি ভারি বর্ষণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও শঙ্কা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।
>> সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
# প্রভাব:
>> খারাপ আবহাওয়ার কারণে মংলা ও চট্টগ্রাম বন্দরের মালামাল খালাস বন্ধ করে দেওয়া হয়েছে।
>> চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।
>> সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ।
# প্রস্তুতি: উপকূলীয় ১৪ জেলার ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সাড়ে তিন হাজার আশ্রয়কেন্দ্রে। উদ্ধার ও ত্রাণ কাজের জন্য এসব জেলায় প্রস্তুত এক লাখ স্বেচ্ছাসেবী। -বিডিনিউজ
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম