শনিবার, ২১ মে, ২০১৬, ০২:১৩:৩১

ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩ জেলায় ৫, কয়েক শ’ ঘরবাড়ি বিধ্বস্ত

ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩ জেলায় ৫, কয়েক শ’ ঘরবাড়ি বিধ্বস্ত

নিউজ ডেস্ক : বাংলাদেশে সাইক্লোন ‘রোয়ানু’র প্রভাবে সৃষ্ট ঝড়ে ইতিমধ্যেই পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস বলছে সাইক্লোনটি বরগুনা ও পটুয়াখালী অতিক্রম করেছে। এখন সাইক্লোনটি চট্টগ্রাম অতিক্রম করছে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঘর চাপা পড়ে মা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে ভোরের দিকে। আর ভোলার তজুমুদ্দিন উপজেলায় গাছ চাপা পড়ে দুজন মারা গেছে। এছাড়া পটুয়াখালীর দশমিনায় ঘর চাপা পড়ে একজন মারা গেছেন। এসব জেলায় কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর ‘বিপদ সংকেত’ দেখিয়ে যেতে বলা হয়েছে।

কক্সবাজারকে দেখাতে বলা হয়েছে ৬ নম্বর বিপদ সংকেত সংকেত। এদিকে ঝড়ের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

ওদিকে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে রানওয়ে। বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে।

শুক্রবার বিকাল থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ চলাচল বন্ধ রেখেছে নৌচলাচল কর্তৃপক্ষ। সাগর খুবই উত্তাল রয়েছে।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে