নিউজ ডেস্ক : মালয়েশিয়া যাবেন বড়ভাই জালাল উদ্দিন। ঘূর্ণঝড়ের মধ্যে তাকে বিমানে তুলে দিতে এসে বাসের ধাক্কায় নিহত হলেন ছোটভাই জুয়েল (২৩)। গুরুত্বর আহত হয়েছেন জালাল উদ্দিন ও চাচা দুলালও (৪৬)।
শনিবার সকাল ৯টার দিকে সিএনজিযোগে ডেমরা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে রওনা দেন তারা তিনজন। পরে ডেমরা কাঠের পুলে পৌঁছলে পেছন থেকে ওই সিএনজিকে ধাক্কা দেয় একটি বাস। এতে গুরুত্বর আহত হন চাচাসহ দুই ভাই।
পরে গুরুত্বর আহতাবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। অন্যদুজন চিকিৎসা নিচ্ছেন।
নিহতের চাচা দুলালের সাথে কথা বলে জানা যায়, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। জালাল উদ্দিনকে মালয়েশিয়ার ফ্লাইটে তুলে দিতে রাতেই তারা ডেমরা চলে আসেন। সকালে ডেমরা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হলে এ দুর্ঘটনা ঘটে।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম