শনিবার, ২১ মে, ২০১৬, ০৬:১৯:৫৩

নরসিংদীতে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, বিদেশিসহ নিহত ৩

নরসিংদীতে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, বিদেশিসহ নিহত ৩

নরসিংদী : নরসিংদীতে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বিদেশি নাগরিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় আরো ৮ জন।

নিহতদের মধ্য একজন পাকিস্তানি নাগরিকও রয়েছেন। তার নাম আশিক আলী (৪৫)। আর বাংলাদেশের সেলিম মিয়া (৩৩) তিনি কারখানার বাবুর্চি ও শ্রমিক রফিক মিয়া (৩২)। আগুন লাগার পর কেমিক্যালের বিষাক্ত ধোয়ায় শ্বাসরোধ হয়ে তিনজনের মৃত্যু হয় বলে জানা যায়।

আজ ২১ মে শনিবার সকাল ৭টার দিকে নরসিংদীর সদর উপজেলার শিলমান্দীতে পাকিজা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মম টেক্সের কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রথমি ভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার সময় কারখানায় অবস্থানরত শ্রমিকদের অনেকেই তখন ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার দৃশ্য দেখে অনেকেই হুড়হুড়ি করে বাহির হতে গিয়ে আহত হয়েছেন। আর যারা নিতহ হয়েছেন তারা তখন ঘুমিয়ে ছিলেন।

নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বের হোসেন জানান, নরসিংদী ও ঢাকা থেকে দমকল বাহিনীর ১১টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনতে সক্ষম হন।

উপজেলার পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই মহসিন আলি জানান, নিহত তিন জনের মরদেহ নরসিংদী জেলা ও সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের নরসিংদী ও ঢাকায় ভর্তি করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
২১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে