শনিবার, ২১ মে, ২০১৬, ০৭:০১:৩৫

জানেন কি, ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র অর্থ কি?

জানেন কি, ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র অর্থ কি?

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কায় তাণ্ডব চালিয়ে বাংলাদেশেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‌‘রোয়ানু’। ‘রোয়ানু’ নিয়ে এ কদিন নানা আলোচনা চলেছিল। অনেকেই বলেছিল এই ঘূর্ণিঝড়টির নাম নারী নামে! কেউ কেউ আবার প্রশ্ন তুলেন, নারী নামেই নামকরণ কেন হয় ঘূর্ণিঝড়গুলোর?

এমন প্রশ্নে উত্তর পাওয়া না গেলেও এটুকুও অন্তত নিশ্চিত হওয়া গেছে যে, ‘রোয়ানু’ কোন নারীর নাম নয়। এটি হচ্ছে দ্বীপ দেশ মালদ্বীপের একটি শব্দ। আর এই শব্দের অর্থ হচ্ছে  ‘নারকেল ছোবড়ার দড়ি’।

জানা গেছে,  ইউএনএ্যাসকাপের একটি প্যানেল এ অঞ্চলের আট দেশের প্রতিনিধি ভারত মহাসাগর থেকে উত্থিত ঝড়ের নামকরণ করে থাকে। সেই ধারাবাহিকতায় এই ঝড়ের নাম করণ করেছে মালদ্বীপ। আর সে জন্যই তারা তাদের শব্দ ব্যবহার করে এটির নাম করণ করেন ‘রোয়ানু’।

২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে