নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'রোয়ানু'র আঘাতে দেশের উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর (২২ মে) রবিবারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এ দিনের এইচএসসি পরীক্ষা ২৭ মে শুক্রবার অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ৯টায় ও বিকেলের পরীক্ষা আড়াইটায় অনুষ্ঠিত হবে।
অপরদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে রবিবারের আলিম পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার। এ পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়।
আজ শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ শনিবার বিকেলের দিকে চট্টগ্রাম-বরিশালের উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গত দু’দিন ধরে উপকূলীয় জেলাগুলোতে ভারি বৃষ্টি হয়েছে, জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বিস্তৃর্ণ অঞ্চল।
দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা আয়োজেনের প্রস্তুতি নিতে পারেনি বোর্ডেগুলো। এজন্য রবিবারের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। গত ৩ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার এ পরীক্ষায় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
২১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই