নিউজ ডেস্ক : উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দেশের উপকূলীয় অঞ্চলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়ে ক্রমশ দুর্বল হয়ে চট্টগ্রামের পাশ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় 'রোয়ানু'। এটি এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বিকেল ৫টার মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করে মিয়ানমার অভিমুখে চলে যাবে। এর মধ্যেই রোয়ানুর দাপটে দেশে গাছ ভেঙে, বাড়ি ধসে এখন পর্যন্ত ২১জন মারা গিয়েছে বলে জানা গেছে।
আবহাওয়াবিদরা জানান, রোয়ানু প্রথমে দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে এবং পরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়। পূর্ণিমার কারণে এই জলোচ্ছ্বাস আরো ভয়ংকর হয়ে উঠতে পারে। একজন আবহাওয়াবিদ জানান, ''মেঘনা নদীর মোহনায় ঝড়ের আঘাত তীব্র হয়ে উঠতে পারে।''
স্থল নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের ফেনী, সীতাকুণ্ড ও খাগড়াছড়ি এবং ভারতের ত্রিপুরা ও তৎসংলগ্ন এলাকায় হয়ে মিয়ানমার অভিমুখে চলে যাচ্ছে। এটি স্থলভাগের ওপর দিয়ে আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে বলে জানা যায়।
কর্মকর্তা ও চট্টগ্রামের বাসিন্দারা বলেছেন, তাদের ওখানে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে, এতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
পতেঙ্গা বন্দর এলাকার এক অধিবাসী জানান, জলোচ্ছ্বাসে পতেঙ্গা বন্দর এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে, প্রবল বৃষ্টিসহ ঝড় আঘাত হানায় জলোচ্ছ্বাসে বন্দর এলাকায় অস্থায়ী পর্যটক মার্কেট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তা ও বাসিন্দারা টেলিফোনে জানান, উপকূলীয় এলাকায় বিশেষ করে চট্টগ্রামের হাতিয়া, আনোয়ারা ও বাঁশখালীর বিভিন্ন এলাকা বেরিবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।
২১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই