সোমবার, ২৩ মে, ২০১৬, ০৮:২২:২০

বাংলাদেশের প্রতি নতুন আহ্বান জানাল ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশের প্রতি নতুন আহ্বান জানাল ইউরোপীয় ইউনিয়ন

নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকারের প্রতি নতুন করে আহ্বান জানাল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অপরাধীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে বাংলাদেশে “সহিংসতার চক্র” ভাঙার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে  ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনীতিকরা।

রবিবার বিকেলে আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে দেখা করে এই আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় মিশনগুলোর প্রধানেরা। এতে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়েদুনের নেতৃত্বে  ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালির রাষ্ট্রদূত এবং অন্যন্য দেশ ও সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

পরে ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশে সাম্প্রতিক কালে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া হত্যাকাণ্ডসমূহের উপরেই বিশেষ গুরুত্বারোপ করা হয়। বলা হয়েছে, এভাবে হত্যাকাণ্ড চলতে থাকলে বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট হতে পারে।

আর পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বলছে, মন্ত্রী মাহমুদ আলী ইইউ মিশন প্রধানদের বলেছেন, সরকার ব্যবস্থা নিচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে।

ধারাবাহিক হত্যার সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। এদিন কুষ্টিয়ায় একজন হোমিও চিকিৎসককে হত্যা করা হয়, যার দায় স্বীকার করে কথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস।

সরকার বরাবরই দাবী করে আসছে, বাংলাদেশে আইএসসহ কোনও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠিরই কার্যক্রম নেই। এমনকি, রবিবারই ঢাকায় আইনশৃঙ্খলা বিষয়ে সরকারের এক বৈঠক শেষে একজন মন্ত্রী বলেছেন, বিগত ৩৭টি হত্যাকাণ্ডের একটিতেও আইএসের যোগসাজশ পাওয়া যায়নি।

বাংলাদেশে গত কয়েক মাসে একই কায়দায় বেশ কিছু ব্লগার, প্রকাশক, লেখক, শিক্ষক ও সমকামী অধিকার কর্মীকে হত্যা করা হয়েছে।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে