নিউজ ডেস্ক : দ্বিতীয় বারের মত মুখ্যমন্ত্রী হিসেবে আগামী শুক্রবার শপথ নিতে যাচ্ছেন মমত ব্যানার্জি। এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রন জানানো হলেও হাসিনা এতে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচী থাকায় সে অনুষ্ঠানে যেতে পারবেন না তিনি।
তবে সূত্র বলছে, প্রধানমন্ত্রী আসতে না-পারলেও তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কোনও সদস্যকে কলকাতার ওই অনুষ্ঠানে পাঠাবেন। গত ১৯ মে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফল প্রকাশের পর বিপুল গরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় ফিরেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।
সে দিন দুপুরেই নিজের বাসভবনে ধন্যবাদ জ্ঞাপনের জন্য তিনি যে সাংবাদিক সম্মেলন করেন, সেখানেই ব্যানার্জি বলেছিলেন মুখ্যমন্ত্রিত্বের এই মেয়াদে তিনি প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করে তুলতে চান।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন