ঢাকা : সড়কে প্রাণ গেল এসআই বিকাশ চন্দ্র ঘোষের। রাজধানীর সবুজবাগে কাভার্ড ভ্যানের চাপায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
সোমবার নিহত এসআই বিকাশের লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে সম্পন্ন হয়।
পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানের চালককে গ্রেপ্তার করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ফকির মণ্ডল বলেন, চালক পালিয়ে গেছে। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। মামলার পর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ঢামেক সূত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৌদ্ধমন্দির ক্রসিংয়ের সামনে দুর্ঘটনার শিকার হন বিকাশ। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মারা যান তিনি।
২৩ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম