নিউজ ডেস্ক : এর কাছে ওর কাছ থেকে প্রায় সময় ঘুষ দাবী করে থাকে পুলিশ। এমন খবর আমরা হরহামেশাই পেয়ে থাকি। এবার ঠিক ঘটেছে এমন একটি ঘটনা। তবে খানিকটা ব্যাতিক্রম আছে। ঘুষ চেয়ে ক্লোজড হয়েছে চার পুলিশ সদস্য।
কথায় আছে, ‘পড়বি তো পড় মালির ঘাড়ে’ ব্যাপারটা ঠিক এমন। অর্থাৎ নৌ-বাহিনীর এক কর্মকর্তার কাছে ঘুষ চাওয়ার অভিযোগে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দায়িত্বরত ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
রোববার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আদেশের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পাসপোর্ট অফিস থেকে তাদের ওইদিনই বরিশাল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) এবি উজ্জল, নায়েক হাবিব, কনস্টেবল ইমামুল এবং কনস্টেবল মোস্তফা। এদিকে একই অভিযোগে পাসপোর্ট অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
বরিশাল পাসপোর্ট অফিস সূত্র জানায়, গত রোববার ঢাকাস্থ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রজেক্টের সহকারী ব্যবস্থাপনা প্রকৌশলী নৌ-বাহিনীর লে. জাওয়াদ হাবিব চৌধুরী পাসপোর্ট অফিসে প্রবেশের সঙ্গে সঙ্গে সেখানকার দায়িত্বরত পুলিশের নায়েক হাবিব তাকে ডাক দেয়। এ সময় লে. জাওয়াদ কারণ জানতে চাইলে নায়েক হাবিব জানান, বাড়তি টাকা দিলে তিনি ঝামেলা ছাড়াই (হাবিব) পাসপোর্ট করিয়ে দিতে পারবেন।
কারণ তার সঙ্গে পাসপোর্ট অফিসের অফিস সহায়ক মাইনুলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুতরাং টাকা দিলেই কয়েক দিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন। এ সময় তার সাথে যোগ দেন সেখানকার দায়িত্বরত এসআই এবি উজ্জল, কনস্টেবল ইমামুল এবং কনস্টেবল মোস্তফা।
পরে এ বিষয়টি লে. জাওয়াদ লিখিতভাবে পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে জানান। উপ-পরিচালক বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ওই চার পুলিশ সদস্যকে বরিশাল পুলিশ লাইনে ক্লোজড করে নতুন সদস্যদের দায়িত্ব দেয়া হয়।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন