নিউজ ডেস্ক : লাঞ্ছনার শিকার শিক্ষক শ্যামল কান্তি ভক্তর মানসিক চিকিৎসার প্রস্তুতি নেয়া হচ্ছে। মঙ্গলবার হাসপাতালের মানসিক বিভাগের চিকিৎসক দিয়ে তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করানো হতে পারে বলে জানা গেছে।
এদিকে বিভিন্ন ফেসবুক পেজে শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকি দেয়ার প্রেক্ষিতে তার কেবিনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বাড়তি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন কেবিনের দায়িত্বে থাকা শাহবাগ থানার এএসআই মিজান।
তিনি জানান, ফেসবুকের বেশ কয়েকটি পেজ থেকে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে গত ক’দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের ফলে থানার নির্দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে সেখানে তিনিসহ চার পুলিশ কনেস্টেবল ও দুই আনসার কনস্টেবল দায়িত্বে রয়েছেন।
এদিকে ঢামেকের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এনামুল করিম জানিয়েছেন, প্রথমিকভাবে শিক্ষকের সিটি স্ক্যান, ইসিজি এবং বুকের এক্সরে করা হয়েছে। তাতে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে রোববার থেকে তিনি কিছুটা অস্বাভাবিক আচরণ করছেন। এ জন্য আজ মঙ্গলবার ঢামকের মানসিক বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠন করে মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।
উল্লেখ্য, রোববার ঢামেকে শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রীকে দেখেই হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। হুড়মুড় করে মন্ত্রীর পায়ে পড়েন। এই করুণ দৃশ্য নিয়ে ফেসবুকেও ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন, একটা মানুষ কতোটা অসহায় বোধ করলে এমন আচরণ করতে পারেন।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন