নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ গয়েশ্বর চন্দ্র রায়কে ধন্যবাদ জানিয়ে বলেছেন, গয়েশ্বর রায় অনেক সময় অবচেতন মনে সত্য কথা বলে দেন। তাই আমি গয়েশ্বর রায়কে ধন্যবাদ জানাই। মাঝে মাঝে সত্য কথা বললে আমাদের জন্য অনেক ভালো হয় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারকে বিপদে ফেলতে বিএনপি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও বতর্মান পরিস্থিতি’ শীষর্ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বতর্মানে খালেদা জিয়া অসংলগ্ন কথা বলছেন। তিনি এখন খুব বিমূর্ষ অবস্থায় আছেন। কেননা তিনি এখন গভীর হতাশায় নিমজ্জিত। কারণ তার পাশে এখন আর কেউ নেই।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন