মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৫:১৮:৫৬

নটর ডেম কলেজে ভর্তি, জেনে নিন তথ্য

নটর ডেম কলেজে ভর্তি, জেনে নিন তথ্য

ঢাকা : একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১০টি নয় এবার ২০ কলেজে আবেদন করা যাবে।  ভর্তির হয়রানি রোধে এ উদ্যোগ নেয়া হয়েছে।  আগামী বৃহস্পতিবার থেকে কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আশফাকুস সালেহীন রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফরম বিক্রি শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে।  আদালতে রায় অনুযায়ী নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ- এ তিনটি কলেজ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির অনুমতি পেয়েছে।

বাদবাকি সব কলেজ ও মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নীতিমালা অনুযায়ী ভর্তি নেবে।

বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদন ফরম বিক্রি ২৫ মে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা।  বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা ২৬ মে বৃহস্পতিবার বিকেল ২ট থেকে ৫টা।  ২৮ মে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা।  

ফরমের মূল্য ১৫০ টাকা।  ফরমটি পূরণ করে সংগ্রহের দিনই জমা দিতে হবে।  ফরমের সঙ্গে এককপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও এসএসসি ফলাফলের ইন্টারনেট প্রিন্টআউটের কপি জমা দিতে হবে।  

এ তথ্য কলেজ সূত্রে জানা গেছে।

আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ ৫। মানবিকে জিপিএ ৩ দশমিক ৫০ ও ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে : বিজ্ঞান ও ব্যবসায় বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ ৩ দশমিক ৫০ ও বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৫।

প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ হবে ১ জুন।  ৩ ও ৪ জুন লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আসন সংখ্যা : বাংলা মাধ্যমে ১৭২০ , ইংরেজি ভার্সনে ২৮০, মানবিকে ৪০০ এবং ব্যবসায় শিক্ষায় ৭০০।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে