মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৮:৩৮:৩৫

পড়ে আছে ৫ কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি, মালিক কে?

পড়ে আছে ৫ কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি, মালিক কে?

ঢাকা : অবৈধভাবে আমদানি করা ৫ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি পাওয়া গেছে।  পরে গোপন সংবাদের ভিত্তিতে সেই গাড়িটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

মঙ্গলবার সকালে তেজগাঁওয়ের ৩৪৫ নম্বরের মাল্টিব্রান্ড ওয়ার্কশপ থেকে গাড়িটি জব্দ করা হয়। তথ্যটি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পরিচালক ড. মঈনুল খান।

তিনি জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা বিএমডাব্লিউ গাড়িটি তেজগাঁওয়ের একটি ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে- এমন খবরে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে গোয়েন্দারা।

গাড়িটি ওয়ার্কশপের জিম্মায় দেয়া হয়েছে।  অনুসন্ধান করে প্রকৃত মালিককে খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বিএমডব্লিউ এক্স৫ মডেলের গাড়িটি কালো রঙের। এটির ইঞ্জিন ক্যাপাসিটি প্রায় ৩০০০ সিসি, যার শুল্ক মোট গাড়ির মূল্যের ৬০১ %।  গাড়িটিতে ঢাকা মেট্রো-শ ০০-০৫০১ নম্বরের একটি নকল নম্বর প্লেট লাগানো ছিল।
 
ওয়ার্কশপ সূত্রে জানা গেছে, তাজুল নামের এক ড্রাইভার প্রায় এক মাস আগে মেরামতের জন্য গাড়িটি ওয়ার্কশপে রেখে যান।  এরপর কেউ এটি নিতে আসেননি।  অনেকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে