গাইবান্ধা: গাইবান্ধায় এক হিন্দু জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম দেবেশ চন্দ্র প্রমাণিক (৬৬)। এ ঘটনায় নেপেন চন্দ্র (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত দেবেশ চন্দ্র প্রামাণিকের বাড়ি মহিমাগঞ্জ এলাকায়। মহিমাগঞ্জ বাজারে তার জুতার দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নিজের দোকানে আসেন দেবেশ চন্দ্র। এসময় তিন/চারজন লোক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরো জানান, কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া হত্যাকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস