শুক্রবার, ২৭ মে, ২০১৬, ০২:১৫:১১

খালেদাকে গ্রেপ্তারের পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

খালেদাকে গ্রেপ্তারের পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

গাজীপুর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুরে একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে নিয়ে বিএনপির কয়েকজন নেতা বলেছেন, সরকার তাকে গ্রেপ্তারের চক্রান্ত করছে। কিন্তু সরকারের একজন মন্ত্রী হিসেবে যতদূর জানি, খালেদা জিয়াকে গ্রেপ্তারে সরকার কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে চিন্তা ভাবনা করছে না।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ২ জুন ধার্য করে আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয়জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।


মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১,৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ব্যাপারে তিনি বলেন, শ্যামল কান্তি যদি নাস্তিকও হয় তবুও তাকে কান ধরে উঠবস করানোটা আইনসিদ্ধ নয়। এটা একেবারে সামন্তবাদী ব্যবস্থার মতো। এ বিষয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যবস্থা নিয়েছেন।

মন্ত্রী আরো বলেন, ‘বিআরটিসি বাস ডিপো পরিদর্শন করে এখানে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এসব ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বাস ডিপোর ম্যানেজারকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।’

এ সময় সালনা এলাকার কয়েকটি লেগুনা উৎপাদন কারখানা বন্ধে এবং অবৈধ এসব যানবাহন সিলগালা করতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়ে মন্ত্রী কারখানা উচ্ছেদে বিআরটিএর ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।

মন্ত্রীর সাথে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) শাখাওয়াত হোসেনসহ সড়ক জনপথ ও পুলিশ শাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে