ঢাকা : রেলমন্ত্রীর ঘরে আসছে নতুন অতিথি। খবর রাখলে কিন্তু মিষ্টি খেতে পারবেন। ভুল করেও ভুলে যাবেন না কখনো।
জীবনের সিংহভাগ সময় একাকি কাটানো রেলমন্ত্রী মুজিবুল হক বিয়ে করেছেন মাত্র দেড় বছর আগে। ৬৭ বছরের বরের সাথে বিয়ে হয় ৩২ বছরের কনে হনুফা আক্তার রিক্তার।
এবার সুখবর আসছে সেই দম্পতির ঘরে। বাবা হতে যাচ্ছেন রেলমন্ত্রী। এ সুখবরটা চলতি সপ্তাহের যেকোনো দিন।
রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে গতকাল বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরই মধ্যে তিনি গর্ভধারণের নয় মাস পার করেছেন।
চিকিৎসকরা চলতি মাসের শেষ সপ্তাহে সম্ভাব্য তারিখ দিয়ে রেখেছিলেন। তাই মা হওয়ার জন্য নির্ধারিত সময়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলমন্ত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। এ মাসের শেষের দিকে একটা সুখবর পাবেন।
এদিকে আগামী ৩১ মে রেলমন্ত্রীর ৬৯তম জন্মদিন। এ জন্মদিনটা তার জন্য হয়ে উঠতে পারে একেবারেই অন্যরকম। সন্তানকে কোলে নিয়ে ঘটা করেই হয়তো জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করবেন তিনি।
রেলমন্ত্রীর বিয়ে নিয়ে দেশজুড়ে যেমন তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছিল, তেমনি সন্তান কোলে আসার পর মানুষ আরেকবার আনন্দে মেতে উঠবেন। তবে মিষ্টির সুযোগটা হাতছাড়া করবেন না।
২৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম