বরগুনা : সেলুনে চুল কেটেও যে দমে যাননি তা প্রমাণ করলেন মেধাবী শুভদেব। বাবার সাথে সেলুনে কাজ করে রোজগারের টাকা দিয়ে লেখাপড়া করে কারিগরি শাখায় জিপিএ-৫ পেয়েছেন তিনি।
অভাবের তাড়নায় ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে যেতে পারবেন কি না সে দুশ্চিন্তায় এখন দিন কাটে তার।
বাবা অমল চন্দ্র শীল পেশায় একজন নরসুন্দর। আমতলী সদর রোডের জামে মসজিদের সামনে ছোট্ট একটি সেলুন দিয়ে কাজ করেন তিনি।
থাকেন আমতলী পৌর শহরের ১নং ওয়ার্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালের একটি ঝুপড়ি ঘরে। মা শেফালী রানী গৃহিনী। অভাবের তাড়নায় মাঝে মধ্যে অন্যের কাজও করেন তিনি।
অমলের দুই ছেলে শুভদেব আর বাসুদেব। শুভদেব এবছর এসএসসি পরীক্ষা দিয়ে আমতলী একে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে কারিগরি শাখায় জিপিএ-৫ পেয়েছেন।
ছোট ছেলে বাসুদেব আমতলী একে হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে পড়ে।
বাবা-মায়ের দুজনের আয়ে সংসার চলে না তাদের। তার ওপর আবার দুই ছেলের লেখাপড়ার খরচ। তাই বাধ্য হয়েই মেধাবী শুভদেব লেখাপড়ার খরচ যোগাতে বাবার সাথে সেলুনে কাজ করে টাকা আয় করত। তা দিয়েই নিজের বই খাতা কলম কিনে লেখাপড়া করেছেন।
এভাবে সপ্তম শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত নিজের লেখাপড়ার খরচ যোগাড় করেছেন তিনি। এখন উচ্চতর ক্লাসে ভর্তির জন্য টাকার প্রয়োজন। সে টাকা তার পরিবারের কাছে নেই।
অভাবের তাড়নায় ভবিষ্যতে আর লেখাপড়া করতে পারবে কি না সেই দুশ্চিন্তাই বারবার তাড়া করে মেধাবী শুভদেবকে।
শুভদেবের বাবা অমল চন্দ্র শীল গণমাধ্যমকে বলেন, ‘মুই গরিব মানুষ সেলুনে কাম কইরা যে টাহা পাই, হেই টাহা দিয়া মোর সংসার চলে না। কি দিয়া পোলাডারে লেহাপড়া করামু?
শুভদেব বলেন, আমি লেখাপড়া করে ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চাই। কিন্ত অভাবের তাড়নায় আমার স্বপ্ন পূরণ হবে কিনা জানি না। আমি সবার সহযোগিতা চাই।
আমতলী একে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ মিয়া বলেন, শুভদেব অত্যন্ত মেধাবী ছাত্র। বাবা দরিদ্র হওয়ায় শুভদেবকে স্কুল থেকে লেখাপড়ার বিষয়ে অনেক সহযোগিতা করেছি। আশা করি, তার লেখাপড়ার জন্য সবাই এগিয়ে আসবে।
২৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম