নিউজ ডেস্ক : পঞ্চম ধাপে দেশের ৭১৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নানা অনিয়মের অভিযোগে চতুর্থ ধাপের ভোট শেষ হয়ে আজ শনিবার (২৮ মে) সকাল ৮ টা থেকে পঞ্চম ধাপের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জানা গেছে, পঞ্চম ধাপে ৪৫ জেলার ৯৩ উপজেলায় ৭১৭ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ একযোগে শুরু হয়েছে। এ নির্বাচনে প্রায় ১ কোটি ১০ লাখের মতো ভোটার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবে। তবে এ নির্বাচনে ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪১ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ভোটগ্রহনের সময় র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ প্রায় দু’লাখ ফোর্স মোতায়েন রয়েছে।
পঞ্চম ধাপের এ নির্বাচনে আওয়ামী লীগের ৭২৬, বিএনপির ৬২৯, জাতীয় পার্টির ১৭৭, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২১, বিকল্পধারা বাংলাদেশ ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১৩, ইসলামী আন্দোলন ১২২, জাতীয় পার্টি ২, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ১১, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৬ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ১ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৬জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ৭জন ও অন্যান্য ১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া স্বতন্ত্র থেকেও ১ হাজার ৫২৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন