নিউজ ডেস্ক : জামালপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাহাদুরাবাদ ইউপির ফুটারচর এবতেদায়ি মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ প্রার্থী সাকিবুজ্জামান রাখাল ও বিদ্রোহী প্রার্থী শাহজাহানের সমর্থকরা ব্যালটপেপার ছিনতাই করা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। পুলিশ ৫০ রাউন্ডের মতো শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসপি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন