শনিবার, ২৮ মে, ২০১৬, ০৪:০৬:৩৮

জনগণের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে আ.লীগ সন্ত্রাসীরা : রিজভী

জনগণের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে আ.লীগ সন্ত্রাসীরা : রিজভী

বিনোদন ডেস্ক : জনগণের ভোটাধিকার লুট করে নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসীরা, বিএনপির পক্ষে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তুলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় তিনি আরও বলেন নির্বাচন কমিশনের মদদে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও জনগণের ভোটাধিকার কারা হচ্ছে।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সকাল থেকে আগে মতো ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান, জোর করে নৌকা প্রতীকে সিল মারা, বিরোধী দলের চেয়ারম্যান প্রার্থিদের এজেন্টদের মারধর ও ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা অব্যাহত রয়েছে। এতে আবারও প্রমাণিত যে, ইসি জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার ক্ষমতাকে তালাবন্দি করে দিয়েছে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী চট্টগ্রামের চন্দনাইশ, বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও পটিয়া উপজেলা, ফেনির দাগনভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নরসিংদী সদর এবং কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন ইউপি নির্বাচনে নানা অনিয়মের চিত্র তুলে ধরেন।

এসময় নির্বাচন কমিশনকে ‘সরকারের তল্পিবাহক, আজ্ঞাবাহী ও সেবাদাস’ হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, এ কমিশন ক্ষমতাসীনদের দুঃশাসনকে প্রলম্বিত করার দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের প্রতিষ্ঠান ধ্বংসকারী হিসেবে পরিচিত হয়েছে।
২৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে