ঢাকা : রোজা শুরুর প্রথম সপ্তাহে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাঁচটি ইফতার মাহফিলে অংশ নেবেন। চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। রোজার প্রথমদিন তিনি এতিম, দুস্থ ও আলেমদের সঙ্গে ইফতার করবেন।
শায়রুল কবীর জানান, রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতার মাহফিলে বিভিন্ন মাদরাসার এতিম ও আলেম ওলামারা অংশ নেবেন।
পরবর্তীতে ৯ জুন আইনজীবীদের সঙ্গে সুপ্রিমকোর্ট মিলনায়তনে ইফতার করবেন খালেদা জিয়া। ১১ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে দেশের বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে, ১২ জুন একই স্থানে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ইফতার করবেন খালেদা জিয়া।
তিনি জানান, আগামী ১৩ জুন রাজধানীর ওয়েস্টিন ঢাকা হোটেলে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে ইফতার করবেন খালেদা জিয়া। বাকি রমজানের ইফতারের সময়সূচি এখনো ঠিক হয়নি।
৫ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম