নিউজ ডেস্ক : রোববার সকালে চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর পুলিশ সদর দফতর থেকে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। মোবাইল এসএমএসের মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে পুলিশ সুপারদের কাছে ওই সতর্কবার্তা পাঠানো হয়।
রোববার সকাল ৮টার পর ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে খুদে বার্তা পাঠানো হয়। এতে চট্টগ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে আরো সতর্ক ও নজরদারি বাড়াতে বলা হয়। তাছাড়াও পুলিশ সদর দপ্তরের বেশ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথাও বলেন। তারা ভয়কে জয় করে শক্ত হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিদের ধারণা, পুলিশের কাউকে হত্যা করলেই জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের মনোবল ভেঙে যাবে। কিন্তু পুলিশের মনোবল ভাঙবে না।
পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘যে হামলা হয়েছে তা পুলিশের মনোবল ভাঙার জন্য। পুলিশ একটি পেশাদার বাহিনী। এতে পুলিশের মনোবল ভাঙবে না।’
উল্লেখ্য, রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। জঙ্গিবিরোধী অভিযানে এসপির সক্রিয় ভূমিকার কারণে তার স্ত্রীকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের।
৬ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস