সোমবার, ০৬ জুন, ২০১৬, ০৫:১৮:০১

ভিক্ষুকদের সতর্ক করতে মাইকিং!

ভিক্ষুকদের সতর্ক করতে মাইকিং!

ঢাকা : রাজধানীকে ভিক্ষুকমুক্ত করতে কূটনৈতিক ও দূতাবাসসহ ৬টি এলাকাকে ভিক্ষুকমুক্ত করার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।

এসব এলাকা ভিক্ষুকমুক্ত রাখতে নিয়মিত পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত।  অভিযান চলাকালে কোনো ভিক্ষুককে ভিক্ষারত অবস্থায় পাওয়া গেলে আটক করে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়া হবে।

কূটনৈতিক ও দূতাবাস এলাকা ছাড়া ভিক্ষুকমুক্ত এলাকাগুলো হলো- বিমানবন্দর, হোটেল রেডিসন, হোটেল সোনারগাঁও, হোটেল রুপসী বাংলা ও বেইলী রোড।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সোমবার সকাল থেকে ভিক্ষুকমুক্ত এলাকা ঘোষণা করতে মাইকিং করা হচ্ছে।  সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অদূরে সিএনজি থেকে মাইকিং করতে দেখা গেছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ও সমাজকল্যাণ অধিদফতর সূত্রে জানা গেছে, বিভিন্ন সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি করছে।  বিভিন্ন এলাকা ও রাস্তাঘাটে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তির দৃশ্য বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

একটি বিশেষ মহল সুস্থ সবল মানুষকেও ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করে আর্থিক ফায়দা লুটছে।  গুরুত্বপূর্ণ কিছু এলাকা ভিক্ষুকমুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে মুক্তি দিতে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার।  ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে সামাজিক সচেতনতামূলক সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

দেশে প্রায় ১০ লাখ ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত শারীরিকভাবে সক্ষমদের কাজের ব্যবস্থা এবং শারীরিকভাবে অক্ষমদের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা, মুদি বা টং দোকানের ব্যবস্থা করে দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে