সোমবার, ০৬ জুন, ২০১৬, ০৫:২৩:৫০

এক বাংলাদেশির নামে দোকান চালাবে ভারত

এক বাংলাদেশির নামে দোকান চালাবে ভারত

মাহমুদ উল্লাহ : বাংলাদেশের কিংবদন্তী ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেলের নামে দোকান খুলছে ভারতীয় সরকার। ভারতের রাজস্থানের জয়পুরে এই দোকান উদ্বোধন হবে ১৩ জুন। ‘রাজস্থালী বাই বিবি রাসেল’ নামের দোকানটি মূলত বিবি রাসেলের ডিজাইনে তৈরি বিভিন্ন পোশাক ও এক্সোসরিজের কালেকশন দিয়ে সাজানো হবে। উদ্বোধনী দিন থেকেই সেখানে বিক্রি শুরু হবে।

রাজস্থালী নামের এই দোকান মূলত রাজস্থানের সরকার দ্বারা নিয়ন্ত্রিত। ভারতের দিল্লি, কলকাতাসহ সব বড় বড় রাজ্যেই রাজস্থানের কৃষ্টি কালচার নিয়ে সুভিনিয়র টাইপের রাজস্থানের বিভিন্ন ঐতিহ্যবাহী ক্রাফ্ট দিয়ে সাধারণত এই দোকান সাজানো হয়। যেখানে বেড়াতে আসা বিভিন্ন দেশি-বিদেশি মানুষ সেখান থেকে রাজস্থানের কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা পায়। এক্সক্লুসিভ এই দোকান এবার আমাদের বিবি রাসেলের নামে হচ্ছে।

বিবি বলেন, ভারতের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশি কারো নামে এমন দোকান চালু হচ্ছে। যদিও দোকানের পুরো গ্যালারি বিবি রাসেলের নামে করতে চাইলেও বিবি রাসেলের সময়ের অভাবে রাজস্থালী বাই বিবি রাসেল নামের সেই দোকানের একাংশ আপাতত বিবি রাসেলের প্রোডাক্ট দিয়ে সাজানো হবে।

উল্লেখ্য, বিবি রাসেল অনেকদিন যাবতই ভারতীয় ঐতিহ্যবাহী কাপড় ‘খাদী’কে নতুন রুপে সারভাইব করাতে ভারতীয় সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ভারতীয় সরকারের চীফ গেস্ট হিসেবে বহু বছর যাবত ভারতে রয়েছেন। বর্তমানে তিনি ভারতে আছেন। দেশে ফিরবেন জুলাইতে। দেশে এসেই তার ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের কাজ শুরুর কথা রয়েছে। তিনি এই ছবির কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন।-প্রিয়.কম
৬ জুন ২০১৬, এমটি নিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে